নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপনি আমি একদিন আয়নাঘরে থাকলে দ্বিতীয়দিন পাগল হয়ে যাবো। মারাত্মক ভয়ংকর পরিবেশ। কোনো কোনো আয়নাঘর এতটাই অন্ধকার যে কোনো কিছু দেখতে হলে বড় টর্চ জ্বালিয়ে দেখতে হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় তিনটি আয়নাঘর পরিদর্শন শেষে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
দল হিসেবে আওয়ামী লীগ সম্পর্কে সরকারের অবস্থান কি? এ সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন হচ্ছে বিশ্বে মানবাধিকার বিষয়ক সবচেয়ে সম্মানিত সংগঠন। তারা যে রিপোর্ট দিয়েছে তাতে সুস্পষ্ট হয়েছে কার নির্দেশে এই খুনগুলো হয়েছে। খুনগুলো দেখেন কি খুন, ৪ বছরের ছেলে, ৬ বছরের মেয়ে মেরে লাশ গুম করা হয়েছে। রিপোর্ট স্পষ্ট উল্লেখ রয়েছে যারা মারা গেছে তাদের মধ্যে ৩০ শতাংশ শিশু ছিল।
আবারও বলছি যারা যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যাদের হাত রক্তে রঞ্জিত তাদের সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না, এ বিচার থেকে কারো মুক্তি নেই। এজন্যই আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। শেখ হাসিনার নির্দেশে এই খুনগুলো হয়েছে।
দল হিসেবে আওয়ামী লীগের কী হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণতো দেখেছে গত ১৫ বছরে তারা কি করেছে। তারা শুধু উন্নয়নের গল্প শুনিয়েছে। আমরা গিয়ে দেখলাম শুধু অন্ধকার আর অন্ধকার।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।