সংবাদ বিডি প্রতিবেদক
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কিশোরী সাদিয়া রাজধানীর ডেমরা থানাধীন টেংরা নামক এলাকার একটি বাড়িতে সুমাইয়া আক্তার সুমি ও মাহমুদা আক্তার তুলি নামের স্থানীয় এলাকা ভিত্তিক পরিচিত দু’জনের সাথে টেংরা এলাকায় পাওনা টাকা আদায় করতে গেলে কিশোরী সাদিয়া ওই বাড়ির ছাদ দেখতে গেলে কিশোরী সাদিয়া”কে ওই বাড়ির।
দুই তলায় অবস্থিত ৪০ থেকে ৫০ বছরের বৃদ্ধ জোর পূর্বক ধর্ষণ করে বিষয়টি ওই কিশোরী গোপন করলেও ৭ ফেব্রুয়ারি কিশোরী সাদিয়া অসুস্থ হয়ে পড়লে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে গাইনী ডাক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন কিশোরী সাদিয়াকে ধর্ষণ করা হয়েছে।
কিশোরী সাদিয়া আক্তার ডেমরা থানা সারুলিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
কিশোরী সাদিয়া জানান পূর্ব পরিচিত দু’জন আন্টির সাথে টেংরা এলাকায় একটি বাড়িতে পাওনা টাকা চাইতে যায় কিশোরী সাদিয়া ওই বাড়ির ছাদ দেখতে গেলে দুই তলা থাকা ৪০ থেকে ৫০ বছরের বৃদ্ধ জোর করে তার রুমে নিয়ে ধর্ষণ করে বিষয়টি কাউকে যেন না বলি এজন্য হুমকি দেয় তিনি। পরে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। এখন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেন কিশোরীর পরিবার ।
আপনার চারপাশে যেকোনো অপরাধ মূলক কর্মকান্ডের তথ্য আমাদের জানান।
01317638408
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।