সংবাদ বিডি
নতুন প্রজন্মের তরুণদের দেশ গড়ার পেছনে তরুণ প্রজন্মের অনেকেই সামাজিক মূলক কাজ করে যাচ্ছে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এ স্বপ্নের পথিক তরুণ সমাজ।
এমনই একটি সংগঠন রাজধানীর মিরপুর ভাষানটৈক তরুণ সমাজ অর্ধশতাধিক তরুণ একত্রে হয়ে বিভিন্ন সময় উদ্দেগ্য নিয়ে উপার্জনের অর্থ দেশের পথশিশু, প্রতিবন্ধী সহ বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করছেন।
গত জুলাই মাসের তরুন সংঘের শিশু মেলার উর্পাজিত অর্থ ১লক্ষ পচাঁ নব্বই হাজার দুইশত তেইশ টাকা ভাষানটৈক এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্যব্যক্তিদের নিয়ে ভাষানটৈক এলাকার দুইটি অসহায় পরিবারকে ব্যাটারি চালিত রিকশা বিতরণ করেছেন এবং একাত্তর হাজার টাকা প্রতিবন্ধী সংস্থার সদস্যদের চিকিৎসা সেবার কাজে বিতরণ করেছেন।
বিষয়টি জানতে ভাষাণটেক তরুণ সংঘের সাধারণ সম্পাদক এস এম রিপন কাছে তরুণ সংঘের কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি জানান, সমাজসেবা ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। নীতি, নৈতিকতা ও আদর্শের বাস্তবায়ন করাই তরুণ সমাজের দায়িত্ব আমাদের সংঘঠনের পক্ষ থেকে তরুণ প্রজম্মকে এই বার্তা দিয়ে আসছি।
তিনি আরো জানান, গ্রামীণ ও শহরাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানা কার্যক্রমের সাথে তরুণ প্রজম্মকে এগিয়ে আসতে হবে যেমন: দরিদ্র, ভূমিহীন, অনাথ, ভবঘুরে এবং প্রতিবন্ধীদের বহুমুখী উদ্যোগ নিয়েছি আমাদের সংঘঠনের পক্ষ থেকে ।
ওসামা বিন মাহী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত